ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। কুস্তিগীরদের দীর্ঘ আন্দোলনের জেরে অবশেষে ফেডারেশনের সাধারণ নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে সভাপতি পদের দৌড়ে একমাত্র মহিলা প্রতিনিধি অনিতা শেওরান ।
ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে অন্যতম সাক্ষীও ছিলেন অনিতা। এবার সভাপতি পদে ব্রিজভূষণের পদের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনিই। ৩৮ বছর বয়সি এই কুস্তিগির ২০১০ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকও জিতেছিলেন। তিনি প্রেসিডেন্ট-এর পদে প্রতিদ্বন্দ্বিতা করা চার প্রার্থীর একজন এবং একমাত্র এই শীর্ষ পদের জন্য লড়াই করা একমাত্র মহিলা। তিনি যদি জেতেন, তাহলে ফেডারেশনকে নেতৃত্ব দেওয়া প্রথম মহিলা হবেন তিনিই।
সংবাদ সূত্রে গেছে, একই প্যানেল থেকে, রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ডের তরফে প্রেমচাঁদ লোচাব একই পদে মনোনয়ন জমা দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন কুস্তিগীর, দুষ্ম্যন্ত শর্মা মনোনয়ন জমা দিয়েছেন সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ পদের জন্য। অন্যদিকে হোটেল ব্যবসায়ী দেবেন্দ্র কাদিয়ান সিনিয়র সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফেডারেশনের রিটার্নিং অফিসার বিচারপতি এমএম কুমার জানিয়েছেন, "মোট ১৫টি পদের জন্য ৩০ জন আবেদন করেছেন। সভাপতি পদে চারজন, সিনিয়র সহ-সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে ছ’জন, মহাসচিব পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দু’জন, যুগ্ম সম্পাদক পদে তিনজন এবং নির্বাহী সদস্য পদে ন’জন প্রার্থী রয়েছেন। ৩১ জুলাই সোমবার সব মনোনয়নপত্র দাখিল করা হয়।"