বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আঁকড়ে ধরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে; তারা বাংলাদেশকে একেবারে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।” মঙ্গলবার (১ আগস্ট) এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, প্রশাসনসহ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে। এর মানে তারা ইতোমধ্যে বাংলাদেশকে একটি ‘ডিপ স্টেটে’ পরিণত করেছে।” তিনি আরো বলেন, “আওয়ামী লীগ জন্মগতভাবেই একটি সন্ত্রাসী দল। তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মতো জাতীয় নেতাকে দল থেকে বের করে দিয়েছে।”
মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) নিজেরাই সন্ত্রাসী। তাই তারা দেশকে একেবারে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়ে টিকে থাকা দল। তাদের বডি ল্যাঙ্গুয়েজ-এ সন্ত্রাস ছাড়া আর কিছুই নেই।”
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে; তাদের এখন ভিডিও ছড়াতে হচ্ছে। আওয়ামী লীগ কি শিষ্টাচার জানে? তারা এটা জানেন না, সুতরাং, তাদের কাছ থেকে ভদ্রতা আশা করার কোন কারণ নেই।”
বিএনপি মহাসচিব বলেন, “২৮ জুলাই নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে লাখ লাখ মানুষের সমাগম দেখে সরকার ভীত হয়ে পড়েছে। আর, বিএনপি নয়; অগ্নিসংযোগে লিপ্ত আওয়ামী লীগ। ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”
বিএনপি সন্ত্রাসী সংগঠন: হাছান মাহমুদ
এদিকে, তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি যে সন্ত্রাসী সংগঠন, তা আবার আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো।” মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরে বাংলাদেশ টেলিভিশনের একটি প্রকল্পস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন হাছান মাহমুদ। এ সময় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ইতোপূর্বে বিএনপির কয়েকজন সদস্য যখন কানাডায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। কানাডার একটি আদালত সেসময় তাদের রায়ে বলেছিলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করতে চাইছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তারা গাড়ি-ঘোড়া ও মানুষ পোড়াচ্ছে।”
হাছান মাহমুদ বলেন, “কয়েক দিন আগে বিএনপির আরেকজন সদস্য সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং সে ক্ষেত্রে কানাডার ফেডারেল আদালত আবার একই রায় দিয়েছেন; বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালত পঞ্চমবারের মতো তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিলো এবং পৃথিবীর অন্যান্য দেশেও যখন বিএনপি সদস্যরা আবেদন করেছে, অনেক জায়গাতেই প্রায় অনুরূপ মন্তব্য করেছে।”