বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে বলেছেন যে দেশে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। মঙ্গলবার (১ আগস্ট) নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা বলেছি; আর, তারাও বিশ্বাস করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই সংলাপের প্রয়োজন। আমি তাকে বলেছি, সংলাপ ছাড়া রাজপথে সংকট সমাধান করা যাবে না।” একটি বিষয় আমরা স্পষ্ট করেছি যে নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ প্রয়োজন, যা আমরা নির্বাচন কমিশন থেকে সবসময় বলে থাকি। দেশের সংকট রাজনৈতিক। এর সঙ্গে আমার কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই।”
সিইসি বলেন, “রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান হলে, ইসির জন্য নির্বাচন করা আরো স্বাচ্ছন্দ্য ও সহজ হবে। আমরা আশা করি যে রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অনেক সমস্যা যেকোন মূল্যে সমাধান করা হবে।এই কমিশনের পক্ষ থেকে আমি মনে করি, রাজনৈতিক দলগুলোর এক টেবিলে বসে একসঙ্গে চা খাওয়া উচিত। তারপর তাদের উচিত এই সংকট নিয়ে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করা।”
প্রধান নির্বাচন কমিশনার জানান, “অক্টোবরে তাদের ( যুক্তরাষ্ট্রের) প্রাক-মূল্যায়ন দল বাংলাদেশে আসবে।”
কাজী হাবিবুল আউয়াল আরো বলেন, “তারা আমাদের কথা শুনেছেন। জানতে চেয়েছেন, এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, সকলে ইসির নিবন্ধন পায়নি। যাদের নিবন্ধন করা হয়েছে তারা সেভাবে প্রাণবন্ত নয়। জবাবে আমরা বলেছি, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আমাদের নিয়মানুযায়ী যে মানদণ্ড পূরণ করতে হবে তা আমরা কঠোরভাবে অনুসরণ করেছি। এ কারণে অনেক দল নিবন্ধন পায়নি।