ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় ২০২০ সালের অগাস্ট মাসে অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার বছর পর আগামী ২০২৪-এর জানুয়ারিতে এই মন্দির উদ্বোধন হবে। এখনও পর্যন্ত ঠিক আছে, প্রধানমন্ত্রী নিজে সেখানে গিয়ে মন্দির উদ্বোধন করবেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই এখন থেকে আগামী জানুয়ারির জন্য অযোধ্যায় হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে।
সংবাদ সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যায় ঘর ভাড়া নেওয়ার অনুরোধ আসছে। দামি দামি হোটেল থেকে শুরু করে গেস্ট হাউস, ধর্মশালা—সর্বত্র একই দৃশ্য। রাম জন্মভূমিতে রামমন্দিরের উদ্বোধন সামনে দাঁড়িয়ে প্রত্যক্ষ করতে চাইছেন উৎসাহী ভক্তকুল। আর তাই আগামী ২০-২৬ জানুয়ারি সময়ের মধ্যে হোটেল বুক করার শুরু হয়ে গিয়েছে অযোধ্যায়। রীতিমতো বাল্ক বুকিংয়ের জন্য ফোন আসছে সেখানে।
এমনিতে অযোধ্যায় বর্তমানে একশোটিরও বেশি হোটেল রয়েছে। এর মধ্যে একটিমাত্র পাঁচতারা। এছাড়াও, দু’টি চারতারা এবং ১২টি তিনতারা-সহ ৫০টি গেস্ট হাউস এবং প্রায় একই সংখ্যক ধর্মশালা রয়েছে রাম জন্মভূমিতে। এদিকে মন্দির উদ্বোধন হওয়ার পর সেখানে পর্যটকদের আনাগোনা বেড়ে যাবে বুঝতে পেরে আগেভাগেই বহু স্থানীয় বাসিন্দা নিজেদের বাড়িগুলি হোম স্টে-তে পরিণত করছেন।
আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন। বিশেষজ্ঞদের মতে, সেকথা মাথায় রেখে ২০২৪-এর শুরুতেই রামমন্দির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বিজেপি শিবিরের ।
জানুয়ারির শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন সেরে ফেলতে চান মন্দির কমিটিও। তাই সেই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে অনেকেই অযোধ্যায় থাকার জন্য হোটেল বুকিং শুরু করেছেন।
এই প্রসঙ্গে অযোধ্যার এক বিলাসবহুল হোটেলের মালিক বলেন, “এই বুকিংয়ের অনুরোধগুলি বেশিরভাগই ট্রাভেল এজেন্টদের কাছ থেকে আসছে। যারা পরে চাহিদা অনুযায়ী আরও বেশি দামে ভাড়া দেওয়ার জন্য রুমগুলি এখন থেকেই ব্লক করে দিচ্ছেন।” তিনি আরও বলেন, “রামমন্দির উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই গোটা দেশ থেকেই প্রচুর ভক্ত সেদিন অযোধ্যায় আসার জন্য উদগ্রীব হয়ে আছেন।”