ষড়ঋতুর বাংলাদেশে শরৎ আসতে বাকি মাত্র পক্ষকাল। সাধারণ নিয়মে এই সময়ে বাংলাদেশের তাপমাত্র সহনীয় পর্যায়ে নেমে আসে। তবে, এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। আবার ঢাকাসহ বাংলাদেশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, “দেশের রাজশাহী, সিলেট বিভাগ, ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, রংপুর, নেত্রকোনা, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।” আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার (৩০ জুলাই) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফেনী ও রংপুর জেলায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে উল্লেখ করা হয়।
এদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বলেছে, লঘুচাপ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।