অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বিএনপির ৫৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ১১টি মামলা দায়ের


অবস্থান কর্মসূচি চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৫৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ১১টি মামলা দায়ের।
অবস্থান কর্মসূচি চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৫৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ১১টি মামলা দায়ের।

বাংলাদেশের রাজধানী ঢাকার মূল প্রবেশপথে অবস্থান কর্মসূচি কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৪৯ নেতা-কর্মীর বিরুদ্ধে ১১টি মামলা করা হয়েছে।

এসব মামলায় অন্তত ১৪৯ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে ৪৬৯ জনের নাম রয়েছে। এছাড়া, ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ফারুক হোসেন জানান, “শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি চলাকালে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা করা হয়েছে। রাজধানীর বংশাল, সূত্রাপুর ও কদমতলী থানায় একটি করে, যাত্রাবাড়ি থানায় দুটি, বিমানবন্দর থানা একটি, উত্তরা পশ্চিম থানায় দুটি, উত্তরা পূর্ব থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।”

XS
SM
MD
LG