অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশনে হিসাব বিবরণী জমা দিয়েছে বিএনপি


নির্বাচন কমিশনে হিসাব বিবরণী জমা দিয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনে হিসাব বিবরণী জমা দিয়েছে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রবিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ ক্যালেন্ডার বছরের জন্য তাদের বার্ষিক আর্থিক হিসাব বিবরণী জমা দিয়েছে। বিবরণীতে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকার তহবিল দেখানো হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানী ঢাকার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে আর্থিক প্রতিবেদন হস্তান্তর করেন।

প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন ও আব্দুস সাত্তার পাটোয়ারী।

বিবরণীতে বলা হয়, ২০২২ সালে বিএনপি আয় করেছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা এবং ব্যয় করেছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। গত বছর দলটির আয় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

২০২১ ক্যালেন্ডার বছরে দলটি ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা ব্যয়ের বিপরীতে ৮৪ লাখ ১২ হাজার ৯৪৪ টাকা আয় দেখিয়েছিলো। রিজভী বলেন, “রুটিন ওয়ার্ক অনুযায়ী অডিট রিপোর্ট জমা দেয়া হয়েছে।বিএনপির আয়ের বড় উৎস হলো দলের সদস্যদের চাঁদা, অনুদান এবং ব্যাংকে গচ্ছিত টাকার মুনাফা।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, তাদের কার্যালয়ের কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস, রাজনৈতিক কর্মসূচি, পোস্টার ছাপানো, ত্রাণসামগ্রী বিতরণ এবং দমন-পীড়নের শিকার দলের নেতাকর্মীদের আর্থিক সহায়তা ব্যয়ের প্রধান খাত।”

বাংলাদেশের আইন অনুসারে, প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের ক্যালেন্ডার বছরের আর্থিক হিসাব বিবরণী জমা দিতে বাধ্য।

XS
SM
MD
LG