অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারতের তেলেঙ্গানা বন্যায় বিধ্বস্ত, জলের নীচে গ্রাম


দক্ষিণ ভারতের তেলেঙ্গানা বন্যায় বিধ্বস্ত, জলের নীচে গ্রাম
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা বন্যায় বিধ্বস্ত, জলের নীচে গ্রাম
সারা ভারত বৃষ্টি, বন্যায় বিধ্বস্ত। উত্তর ভারত শুধু নয় বন্যার কবলে এবার দক্ষিণ ভারতও।

অবিরাম বৃষ্টিতে জলের তলায় চলে গেছে তেলেঙ্গানা রাজ্যের একাধিক গ্রাম। বন্যার জলে ভেসে গেছে বাড়িঘর, দোকানপাট। আপাতত স্কুল-কলেজ বন্ধ, যাতায়াত-যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত। একটানা ভারী বৃষ্টি, পাশাপাশি নদীবাঁধগুলি থেকে জল ছাড়ার কারণে একাধিক গ্রাম জলমগ্ন হয়ে আছে। জয়শঙ্কর ভূপালপল্লি জেলার একটি গ্রাম জলে ডুবে গেছে। সেখানকার বাসিন্দাদের উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)। এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে বায়ুসেনাও।

বৃষ্টি, বন্যার কারণে মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে। বাড়ির দেওয়াল, বাড়িঘরের উঠোন ভেঙে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের স্রোত। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, তেলঙ্গানায় মৃতের সংখ্যা ৬। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকাতেই। রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছে জলের মধ্যে। সুরক্ষার জন্য বানভাসি এলকাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ যোগাযোগ আবার চালু হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা বন্যায় বিধ্বস্ত, জলের নীচে গ্রাম
দক্ষিণ ভারতের তেলেঙ্গানা বন্যায় বিধ্বস্ত, জলের নীচে গ্রাম

উল্লেখ্য, বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে গভীর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন তেলেঙ্গানা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বুধবার ২৬ জুলাই থেকে ভারী বৃষ্টির জেরে মুলুগু, জয়শঙ্কর ভূপালপল্লি, ভাদরাদরি কোঠাগুডেম, করিমনগর, হনুমানকোণ্ডা, আদিলাবাদ, ওয়ারাঙ্গল এবং জনগাঁওয়ে বন্যা পরিস্থির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে ২৩০-৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কর্নাটকের মালনাড এলাকায় অবিশ্রান্ত বৃষ্টি চলছে। সেখানে আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করা দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

XS
SM
MD
LG