অ্যাকসেসিবিলিটি লিংক

জুলাই-এর শেষে মণিপুর যেতে চায় বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’, 'ডবল ইঞ্জিন' সরকারের অনুমতি নিয়ে জল্পনা


জুলাই-এর শেষে মণিপুর যেতে চায় বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’, 'ডবল ইঞ্জিন' সরকারের অনুমতি নিয়ে জল্পনা
জুলাই-এর শেষে মণিপুর যেতে চায় বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’, 'ডবল ইঞ্জিন' সরকারের অনুমতি নিয়ে জল্পনা

চলতি মাসের শেষে, ২৯-৩০ জুলাই বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদেরা মণিপুর যাবেন। বৃহস্পতিবার ২৭ জুলাই সংসদ অধিবেশনের ফাঁকে বিরোধী ২৬ দলের নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মণিপুর রাজ্যে এবং কেন্দ্রে সরকারের ক্ষমতায় থাকা বিজেপি এই সফরের অনুমতি দেবে কিনা সেটা এখনও জানা যায়নি। বুধবার বিরোধী দলগুলি লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করেছে। আগামী সপ্তাহে অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক হওয়ার কথা। তার আগেই বিরোধী নেতারা মণিপুর ঘুরে আসতে চান।

এর আগে ঠিক হয়েছিল 'ইন্ডিয়া' জোটের নয় জন মুখ্যমন্ত্রী মণিপুর যাবেন। এই ব্যাপারে কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব মুখ্যমন্ত্রীর সময়ের সমন্বয় করা যাচ্ছে না। তাই সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অশান্ত এই রাজ্যে সফরে গিয়েছেন। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস-এর প্রতিনিধিদলও পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিল। যদিও প্রথমে তাঁদের সফরের অনুমতি দেওয়া হয়নি। আরও অনেক দলকেই অনুমতি দেয়নি কেন্দ্র ও রাজ্যের 'ডবল ইঞ্জিন' সরকার।

অনাস্থা বিতর্কের আগে ২৬ দলের প্রতিনিধিদের মণিপুর রাজ্যে যেতে দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, যদিও যেতে না দেওয়ার অর্থ হবে, রাজ্যের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। যা আসলে সরকারের জন্য অস্বস্তিকর হবে। অন্যদিকে আরও অস্বস্তিকর হবে বিরোধী নেতারা ঘুরে এসে রাজ্যবাসীর ক্ষোভ এবং অস্থির পরিস্থিতির বর্ণনা তুলে ধরলে।

বিরোধী নেতাদের মণিপুর সফরের বিষয়ে বৃহস্পতিবার জানান কংগ্রেসের লোকসভার হুইপ মনিক্কম টেগোর। তিনি জানান, আপাতত ঠিক আছে, ২২টি দলের প্রতিনিধি মণিপুর যাবেন।

XS
SM
MD
LG