গত মে মাস থেকে শুরু হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুরে যে রক্তক্ষয়ী জনজাতি দাঙ্গা চলছে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু সে রাজ্যে আদিবাসী মহিলাদের নগ্ন করে ঘোরানোর ঘটনার নিন্দা করেছেন দিন কয়েক আগে। তাঁর এই নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করছেন বিরোধীরা।
সেই নারী নির্যাতন নিয়েই বৃহস্পতিবার ২৭ জুলাই প্রধানমন্ত্রী জোরালো বক্তব্য রাখলেন কংগ্রেস শাসিত রাজস্থানে এক সরকারি অনুষ্ঠানে। রাজস্থানের সিকারের জনসভায় প্রধানমন্ত্রীর মুখে অনেক দিন পর ‘বেটি বাঁচাও’ কথাটি শোনা গিয়েছে। শোনা গিয়েছে ‘বেহেন বাঁচাও’-এর কথাও। এদিন প্রধানমন্ত্রী বলেন, "এখন স্লোগান একটাই, নেহি সহেগা রাজস্থান।"
ওই রাজ্যের কংগ্রেস সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন "যথেষ্ট হয়েছে। রাজস্থান সাহস ও সাহসীদের দেশ। রাজস্থানীরা মিনতি করে না। গর্জন করে। আর তাই, সারাদেশে একটাই গর্জন, প্রত্যেক রাজস্থানীর একটাই সংকল্প আর একটাই স্লোগান, ‘বেহেন, বেটিওঁ পর অত্যাচার, নেহি সহেগা রাজস্থান।"
প্রধানমন্ত্রী যে রাজস্থানের সভায় গিয়ে নারী নির্যাতনের বিষয়ে সরব হবেন তা নিয়ে সহমত ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বস্তুত মণিপুর ইস্যুকে সামনে রেখে তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের পর এই প্রথম নারী নির্যাতন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ, মণিপুর নিয়ে নজর ঘোরাতেই প্রধানমন্ত্রী বিরোধী শাসিত রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন।