অ্যাকসেসিবিলিটি লিংক

কেন্দ্র সরকারকে ভর্ৎসনা ভারতের শীর্ষ আদালতের: অভিযোগ বিরোধী-শাসিত ও বিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে বৈষম্যের


ভারতের সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)
ভারতের সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)

ভারতের সুপ্রিম কোর্টে সম্প্রতি একটি মামলাটি আসে, যা ছিল উত্তর-পূর্ব রাজ্যগুলি সংক্রান্ত, যাতে মণিপুর ও নাগাল্যান্ড যুক্ত। ওই এলাকায় কয়েকটি নিয়ম চালু করার ক্ষেত্রে ১৯৯২ সালে সংবিধানে কিছু বিশেষ সংশোধন করা হয়েছিল। কিন্তু সেই সংশোধনী এখনও সেই সব রাজ্যে কার্যকর করা হয়নি। সেই মামলার শুনানিতে বিচারপতিদের বক্তব্য - এই ব্যাপারে কেন্দ্রের মোদী সরকার বিজেপি-শাসিত ও অবিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে ভেদাভেদ করছে, যা মোটেই সরকারের তরফে কাম্য নয়।

শীর্ষ আদালতের এই মামলায় বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধূলিয়ার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছে। তাঁরা বলেছেন, "এইভাবে চললে শীর্ষ কোর্ট এটাই বলতে বাধ্য হবে, যে কেন্দ্রীয় সরকার সংবিধান মেনে চলছে না।"

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিজেপি ও অবিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে ভেদাভেদ করছে এই অভিযোগ বহুদিন ধরেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে করে আসছে বিজেপি বিরোধী দলগুলি। এবার সেই একই সুরে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্রীয় সরকারের প্রতি সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য অত্যন্ত অস্বস্তিকর। সরকারি আইনজীবী অবশ্য এদিন আদালতে সওয়াল করে বলেন, মণিপুরের পরিস্থিতি অশান্ত। তাতে বিচারপতি প্রশ্ন করেন, "নাগাল্যান্ডের পরিস্থিতি তো শান্ত। সেখানে কেন সংবিধান কার্যকরী হয়নি?"

এই মামলা নিয়ে আগামী সেপ্টেম্বর মাসের ৮ তারিখে ফের শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তাঁরা জানিয়েছে, এই সময়ের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বক্তব্য সুপ্রিম কোর্টকে জানাতে হবে, কেন সংবিধানের এই সংশোধনী কার্যকর করা হয়নি।
নাগাল্যান্ডে পুর-নির্বাচনে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করতে। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি ভোটের সময়ে। সে জন্যই আদালত অবমাননার মামলা রুজু হয় শীর্ষ আদালতে। সেই মামলার শুনানিতেই কেন্দ্রের উদ্দেশে বিচারপতিরা অভিযোগ করে বলেন, "নিজেদের দলের রাজ্য সরকারগুলির বিরুদ্ধে পদক্ষেপ করেন না কেন আপনারা? বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলির বিরুদ্ধেই আপনাদের কঠোর মনোভাব কেবল।"
প্রসঙ্গত, সদ্য মণিপুরে আদিবাসী মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানোর ভিডিও ঘিরে গোটা দেশের সমালোচনার ঝড় উঠেছে। সুপ্রিম কোর্ট বলেছে, এই ঘটনা গ্রহণযোগ্য নয়, দরকারে আদালত নিজে পদক্ষেপ নেবে। কড়া বার্তা দিয়েছে কেন্দ্রও। বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে, সাম্প্রদায়িক সংঘর্ষে নারীদেরই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বারবার, যা সংবিধান লঙ্ঘনের মারাত্মক নিদর্শন।
এর পরেই উত্তর-পূর্বের আরও এক রাজ্য নাগাল্যান্ডে সংবিধান প্রয়োগের ব্যর্থতা নিয়ে ফের কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট।
XS
SM
MD
LG