ভারতের সুপ্রিম কোর্টে সম্প্রতি একটি মামলাটি আসে, যা ছিল উত্তর-পূর্ব রাজ্যগুলি সংক্রান্ত, যাতে মণিপুর ও নাগাল্যান্ড যুক্ত। ওই এলাকায় কয়েকটি নিয়ম চালু করার ক্ষেত্রে ১৯৯২ সালে সংবিধানে কিছু বিশেষ সংশোধন করা হয়েছিল। কিন্তু সেই সংশোধনী এখনও সেই সব রাজ্যে কার্যকর করা হয়নি। সেই মামলার শুনানিতে বিচারপতিদের বক্তব্য - এই ব্যাপারে কেন্দ্রের মোদী সরকার বিজেপি-শাসিত ও অবিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে ভেদাভেদ করছে, যা মোটেই সরকারের তরফে কাম্য নয়।
শীর্ষ আদালতের এই মামলায় বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধূলিয়ার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের এই ভূমিকার তীব্র নিন্দা করেছে। তাঁরা বলেছেন, "এইভাবে চললে শীর্ষ কোর্ট এটাই বলতে বাধ্য হবে, যে কেন্দ্রীয় সরকার সংবিধান মেনে চলছে না।"
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিজেপি ও অবিজেপি-শাসিত রাজ্যগুলির মধ্যে ভেদাভেদ করছে এই অভিযোগ বহুদিন ধরেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে করে আসছে বিজেপি বিরোধী দলগুলি। এবার সেই একই সুরে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।
রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্রীয় সরকারের প্রতি সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য অত্যন্ত অস্বস্তিকর। সরকারি আইনজীবী অবশ্য এদিন আদালতে সওয়াল করে বলেন, মণিপুরের পরিস্থিতি অশান্ত। তাতে বিচারপতি প্রশ্ন করেন, "নাগাল্যান্ডের পরিস্থিতি তো শান্ত। সেখানে কেন সংবিধান কার্যকরী হয়নি?"