অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বানানোর 'গ্যারান্টি' প্রধানমন্ত্রী মোদীর


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভারতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতে বিজেপি সরকার ক্ষমতায় এলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে - এমনটাই ‘গ্যারান্টি’ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে বসতে চলেছে জি-২০ বৈঠক। গোটা বিশ্বের অধিকাংশ দেশের তাবড় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন দিল্লি শহরে। তার আগে নতুন ভাবে গড়ে ওঠা প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "২০২৪-এর ভোটে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পৌঁছে দেওয়া হবে। আমেরিকা-চিনের পরেই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নাম থাকবে ভারতেরই।"

নয়া দিল্লির প্রগতি ময়দানের আইটিপিও কমপ্লেক্স তথা আইইসিসি বা ইন্টিগ্রেটেড এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার এখন বিশ্বমানের। অত্যাধুনিক এই কনভেনশন সেন্টারেই জি-২০ বৈঠক হচ্ছে। বৈঠক, সম্মেলন, প্রদর্শনীর জন্য দেশের বৃহত্তম কেন্দ্রটি সাজিয়ে তোলা হয়েছে মোট ১২৩ একর জমির উপর। একসঙ্গে সাত হাজার দর্শক সেখানে বসতে পারেন। সেখানেই বুধবার ২৬ জুলাই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন, “যদি তৃতীয়বার ক্ষমতা আসি, তাহলে গ্যারান্টি দিচ্ছি ভারতই হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। এ হল মোদীজির গ্যারান্টি।”

ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির এই তড়িৎ গতির উত্থান কীভাবে হবে সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত। তা ছাড়াও ভারতের বৃহত্তর জনগোষ্ঠী, ডিজিটাল প্রযুক্তির উপর জোরও দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে।

যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাকস একটি রিপোর্ট দিয়েছিল বেশ কয়েক বছর আগে। সেখানে তারা দাবি করেছিল, আগামী কয়েক দশকের মধ্যে ভারত যে শুধুমাত্র জার্মান ও জাপানকেই হারিয়ে দেবে তা নয়, একইসঙ্গে ভারত যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করে চলে যাবে। এমনকী তারা এও বলেছিল, ২০৭৫ সালের মধ্যে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

আইএমএফ-এর রিপোর্ট অনুসারে, ২০২৭ সালের মধ্যে ভারত - জাপান ও জার্মানিকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৭ সালে জাপানের অর্থনীতি হবে ৫.২ ট্রিলিয়ন ডলার। জার্মানির অর্থনীতি হবে ৪.৯ ট্রিলিয়ন ডলার। একইসঙ্গে ভারত ততদিনে ৫.৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। অর্থাৎ ২০২৭ সালে ভারতের চেয়ে এগিয়ে থাকবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও চিন।

XS
SM
MD
LG