অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৩০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২০২৩ সালে ৩০ লাখ (ইউএস) ডলার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সরকার।

বুধবার (২৬ জুলাই) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, এ বছরের মানবিক সহায়তা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা যেমন—ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি ও ইউনিসেফের মাধ্যমে দেওয়া হবে।

২০১৭ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এবং তাদের স্বাগতিক সম্প্রদায়গুলোকে বার্ষিক ৩০ থেকে ৫০ লাখ ডলার দিয়ে যাচ্ছে।

জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) সমর্থনে এলপিজি, শিক্ষা ও খাবারের ব্যবস্থাসহ গত ৬ বছরে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস বলেছে, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ সমর্থন এবং রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তন সমর্থন করে।

XS
SM
MD
LG