অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপিকে ঢাকার গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ পুলিশের


বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র লোগো এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র লোগো।
বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র লোগো এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি'র লোগো।

রাজধানী ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সমাবেশের পরামর্শ দিয়েছে পুলিশ। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপিকে এই পরামর্শ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

পুলিশ এখনো সমাবেশের জায়গার বিষয়ে সিদ্ধান্ত জানায়নি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বুধবার (২৬ জুলাই) ইউএনবিকে বলেন, “পুলিশ এখনো বিএনপিকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি। বৃহস্পতিবার কর্মদিবস হওয়ায় আমরা তাদের গোলাপবাগ মাঠ বা অন্য কোনো মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছি”।

এর আগে বিএনপি সোমবার (২৪ জুলাই) ডিএমপিকে চিঠি দিয়ে ঢাকার নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার আগ্রহের কথা জানায়।

এদিকে বুধবার সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার গোলাম ফারুক রাজনৈতিক দলগুলোকে জনদুর্ভোগ সৃষ্টি না করে তাদের কর্মসূচি পালনের আহ্বান জানান।

ভবিষ্যতে তারা জনদুর্ভোগের কারণ হলে পুলিশ রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করতে বাধ্য হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার, তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব”।

আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৯টি রাজনৈতিক দল ২৭ জুলাই রাজধানীতে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছে। তবে কয়েকটি দলকে অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (২২ জুলাই) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তাদের এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেন।

তাদের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুপুর ২টায় রাজধানীতে জনসভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

XS
SM
MD
LG