অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ নিয়ে বুধবার সিদ্ধান্ত জানাতে পারে এলাহাবাদ হাইকোর্ট


ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ নিয়ে বুধবার সিদ্ধান্ত জানাতে পারে এলাহাবাদ হাইকোর্ট
ভারতের বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ জরিপ নিয়ে বুধবার সিদ্ধান্ত জানাতে পারে এলাহাবাদ হাইকোর্ট

ভারতের উত্তর প্রদেশে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ নিয়ে বুধবার ২৬ জুলাই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে এলাহাবাদ হাইকোর্ট। অর্থাৎ বারাণসীর ওই প্রাচীন মসজিদের জরিপ করার সিদ্ধান্ত বহাল থাকবে কি না তা জানাবে উচ্চতর আদালত। জরিপের বিরোধিতা করে মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টে মামলা করে মুসলিম পক্ষ তথা মসজিদ কর্তৃপক্ষ। মামলা গ্রহণ করে বুধবারই শুনানির কথা জানিয়েছে আদালত।

সোমবার ২৪ জুলাই সুপ্রিম কোর্ট তাঁদের এলাহাবাদ হাই কোর্টে মামলা করার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে বুধবার বিকাল ৫’টা পর্যন্ত জরিপের উপর স্থগিতাদেশ জারি করে ভারতের শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেয় মসজিদের কাঠামোর কোনওরকম ক্ষতি, বিকৃতি করা যাবে না।

প্রসঙ্গত, জরিপের নির্দেশ দিয়েছিল বারাণসীর জেলা আদালত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই-কে ৪ অগস্ট জেলা আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে জেলা আদালত।

বুধবার এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের দাবি নিয়ে শুনানি করবে। তাঁরা জরিপে আপত্তি তুলেছেন। মুসলিম পক্ষের বক্তব্য, সতেরোশো শতাব্দীতে তৈরি ওই মসজিদ নিয়ে এর আগে মামলা হয়নি। নতুন করে বিতর্ক খুঁচিয়ে তোলা হচ্ছে।

প্রসঙ্গত, হিন্দু পক্ষের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ভেঙে ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন। জেলা আদালত তাঁদের সর্বশেষ নির্দেশে এএসআই-কে মসজিদের পিলারের নিচে কোনও স্থাপত্য আছে কিনা তা খতিয়ে দেখতে বলেছে।

প্রসঙ্গত, অযোধ্যায় বাবরি মসজিদের ক্ষেত্রে এই একই নির্দেশ দিয়েছিল আদালত। ফলে বারাণসী আর এক অযোধ্যা হয়ে উঠতে চলেছে কিনা সেই জল্পনাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

XS
SM
MD
LG