অ্যাকসেসিবিলিটি লিংক

রুপিতে বাণিজ্য: ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে ৩০টি পিকআপ ভ্যান


রুপিতে বাণিজ্য: ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে ৩০টি পিকআপ ভ্যান
রুপিতে বাণিজ্য: ভারত থেকে বাংলাদেশে পৌঁছেছে ৩০টি পিকআপ ভ্যান

ভারত থেকে রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যান মঙ্গলবার (২৫ জুলাই) বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এগুলো, রুপিতে বাংলাদেশ-ভারত বানিজ্যের প্রথম পন্য-চালান। বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি, ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরসের কাছ থেকে ১ কোটি ২৪ লাখ রুপিতে এ পিকআপ ভ্যানগুলো কিনেছে। আমদানির পর, পিকআপ ভ্যানগুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।”s

এর আগে, গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতের হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG