অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম ভারতে বন্যাবিধ্বস্ত গুজরাতে রাস্তায় হাঁটছে সিংহ, লোকালয়ের জমা জলে দেখা গেছে কুমির


পশ্চিম ভারতে বন্যাবিধ্বস্ত গুজরাতে রাস্তায় হাঁটছে সিংহ, লোকালয়ের জমা জলে দেখা গেছে কুমির
পশ্চিম ভারতে বন্যাবিধ্বস্ত গুজরাতে রাস্তায় হাঁটছে সিংহ, লোকালয়ের জমা জলে দেখা গেছে কুমির
সমগ্র উত্তর ভারত প্রবল বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। দিল্লি, হিমাচল, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ডের সেই তালিকায় রয়েছে পশ্চিম ভারতের গুজরাত। অবিরাম বৃষ্টি হচ্ছে সে রাজ্যে। গত কয়েকদিন ধরে রাস্তাঘাট জলমগ্ন। এর জেরে গুজরাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ২২ জুলাই ৮ ঘণ্টায় গুজরাতে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। হড়পা বানে ভেসে গেছে বাড়িঘর, গাড়ি। জলে ডুবে তিনজনের মৃত্যুও হয়েছে।

এদিকে তারই মাঝে বৃষ্টিভেজা রাস্তায় হেঁটে বেড়াতে দেখা গেছে এক সিংহকে। তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়ি। কোনও গাড়ি তার কাছ দিয়ে গেলেই মুখ ঘুরিয়ে খুব বিরক্তির সঙ্গে দেখছে সে। বন্যা বিধ্বস্ত গুজরাতের রাস্তায় নিজের মতো হেঁটে বেড়াচ্ছে সিংহ। আর তা দেখেই থমকে দাঁড়িয়ে পড়ছে গাড়ি। এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।

গত ৪৮ ঘণ্টা ধরে গুজরাতের বেশির ভাগ জেলায় টানা ভারী বৃষ্টি হয়ে চলেছে। দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্র এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে একাধিক নদী। জুনাগড়ের পরিস্থিতি আরও ভয়াবহ। হড়পা বানে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গবাদি পশু সব ভেসে যেতে দেখা গেছে। দ্বারকা, সুরাত, দেবভূমি, জুনাগড় জলে ডুবে গেছে। এমন পরিস্থিতিতে লোকালয়ে ঢুকে পড়ছে সিংহ। জমা জলে রাস্তায় কুমির ভেসে বেড়াতেও দেখা গেছে।

অবশ্য, গুজরাতের রাস্তায় সিংহ দেখতে পাওয়া নতুন কিছু নয়। এর আগও একবার অতি বৃষ্টিতে জুনাগড় জেলায় গির অভয়ারণ্য এলাকা ভেসে গিয়েছিল। সেই সময় গির অভয়ারণ্য থেকে সাত সিংহের একটি দলকে রাস্তায় টহল দিতে দেখা গিয়েছিল। নেট মাধ্যমে সেই ভিডিও খুব ভাইরাল-ও হয়।
জুনাগড়ের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট জানান, বৃষ্টি হোক বা না হোক মাঝে মাঝে সিংহরা জুনাগড় শহরের নানা এলাকা দিয়ে যাতায়াত করে। এটাই তাদের স্বাভাবিক আচরণ। জুনাগড়ে এর আগেও একবার একটি আবাসনের মধ্যে সিংহ ঢুকে পড়তে দেখা গিয়েছিল। সেই ভিডিও-ও ভাইরাল হয়। দেখা যায়, একটি পূর্ণবয়স্ক সিংহ কেশর ঝাঁকিয়ে লাফ দিয়ে আবাসনের পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছে। পার্কিং এলাকায় ঘুরে বেড়িয়ে চারদিক দেখেশুনে সে আবার লাফ দিয়েই বাইরে বেরিয়ে যায়।
XS
SM
MD
LG