অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সোমবার (২৪ জুলাই) বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। বলেছে, সম্প্রতি সিডনির ফোর সিজন হোটেলে বিজিএমইএর একটি প্রতিনিধি দলের সঙ্গে, অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নেটওয়ার্কিং ইভেন্টে তিনি এ আহ্বান জানান।
ইভেন্টে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী, ক্রেতা এবং অন্যান্য স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। সেখানে বিজিএমইএ প্রতিনিধিদল, বাংলাদেশে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্পর্কে অস্ট্রেলীয় ব্যবসায়ীদের জানান। অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “তরুণ জনসংখ্যা, ক্রমবর্ধমান অবকাঠামো এবং অনুকূল ব্যবসায়িক নীতি ও জলবায়ুর কারণে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় ও আদর্শ স্থান।” তিনি আরো বলেন, “বাংলাদেশ সাহায্যনির্ভর থেকে বাণিজ্যনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। এ দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর জন্য অপেক্ষা করছে।”
তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতি সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে আইসিটি, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, চামড়াশিল্প-সহ বিভিন্ন খাতে সুযোগ বেড়েছে।” বিজিএমইএ সভাপতি অস্ট্রেলীয় ক্রেতাদের বাংলাদেশের পোশাক, বিশেষ করে হাই-এন্ড সেগমেন্টের সোর্সিং বাড়ানোর আহ্বান জানান।