অ্যাকসেসিবিলিটি লিংক

পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল


নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪ জুলাই, ২০২৩।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৪ জুলাই, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে ২৭ জুলাই রাজধানী ঢাকায় বিরোধী দলের মহাসমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল তাদের পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সোমবার (২৪ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের উসকানিমূলক পদক্ষেপের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকার দায়ী থাকবে।” তিনি আরো বলেন, “আপনারা নিশ্চই লক্ষ্য করেছেন, মন্ত্রীরা বেশ কয়েকদিন ধরে গুরুতর হুমকি দিচ্ছেন। এ ছাড়া সরকারের বিশেষ ব্যক্তিরা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, উসকানিমূলক কাজও করছেন।”

মির্জা ফখরুল বলেন, “নগরীতে ২৪ জুলাই যুবলীগের সমাবেশ ছিলো। কিন্তু, বিএনপির মহাসমাবেশের কারণে তারা তা পিছিয়ে ২৭ জুলাই নির্ধারণ করেছে। এটা স্পষ্ট যে, তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

মির্জা ফখরুল অভিযোগ করেন, “ক্ষমতাসীন দলের নেতারা সন্ত্রাসীদের মতো ভাষা ব্যবহার করছেন। তবে দেশের জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।” তিনি বলেন, “বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে আন্দোলন অব্যাহত রেখেছে। যদিও সম্প্রতি তাদের দুই নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং অনেককে হামলা ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশা করি আওয়ামী লীগ ও যুবলীগ একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এড়াতে চেষ্টা করবে এবং সরকার তা নিশ্চিত করবে।”

বিএনপির সমাবেশের স্থান সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল জানান, তারা কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে জানিয়েছেন। শিগগিরই সমাবেশস্থলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, ডিএমপি কর্তৃপক্ষ তাদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করতে বিএনপিকে সহযোগিতা করবে।

বিএনপির ২৭ জুলাই-এর সমাবেশ ঘিরে সংঘাতের আশঙ্কা নেই: ওবায়দুল কাদের

এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ২৭ জুলাই-এর সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের আশঙ্কা নেই। সোমবার (২৪ জুলাই) সকালে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি সংঘাত সৃষ্টি করে, তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার।” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না।”

তিনি বলেন,“ছাত্র রাজনীতি সৌন্দর্য ও গ্লামার হারিয়ে গেছে। এর সুদিন ফিরিয়ে আনতে হবে।” এ সময় শিক্ষায় গবেষণার ওপর জোর দেন ওবায়দুল কাদের।

XS
SM
MD
LG