অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের আগে আরো দুটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসবে: ইএমএফ


নির্বাচনের আগে আরো দুটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসবে: ইএমএফ।
নির্বাচনের আগে আরো দুটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসবে: ইএমএফ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, আগামী ২৮ জুলাই ও ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরো দুটি দল বাংলাদেশ সফর করবে। সোমবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ ফোরাম (ইএমএফ) এ কথা জানিয়েছে। বলেছে, তাদের আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দল বাংলাদেশ সফর করবে।

ইএমএফ জানায়, ২৮ জুলাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ৬ সদস্যের প্রতিনিধি দল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আসবে। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে একটি প্রতিবেদন প্রকাশ করবেন।

প্রতিনিধি দলে থাকছেন; যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে, আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পল, দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী পার্ক চুং চাং, জাপান থেকে সমাজকর্মী ইউসুকী সুগু, যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

এরপর আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৃতীয় টিম বাংলাদেশে সফর করবেন। ঐ দলে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশের প্রতিনিধিরা।

আগামী ২৮ জুলাই যে পর্যবেক্ষক দল আসছে, এর নেতৃত্ব দেবেন আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল। সফরকালে প্রতিনিধি দলটি ২৯ জুলাই সকালে নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবে।

৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

তারা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, ইসলামী ঐক্যজোট-সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে জার্মানি, নেপাল, ভারত ও ভুটান-সহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করে। টিমের সদস্যরা, বাংলাদেশ নির্বাচন কমিশন-সহ দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন।

XS
SM
MD
LG