বাংলাদেশের বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। এ কথা জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার একটি হোটেলে সফররত জাপানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
টিপু মুনশি আরো জানান, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাপানের মন্ত্রী। তিনি বলেন, “জাপান দীর্ঘসময় ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ হিসেবে পাশে আছে। তারা আমাদের দেশের বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে আরো বিনিয়োগ করতে আগ্রহী।”
বৈঠকে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনাময় খাত অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী। বলেন, “জাপান-বাংলাদেশের বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) কাজ চলছে।”
তিনি বলেন, “ইতোমধ্যে জাপানে এসংক্রান্ত প্রথম রাউন্ড আলোচনা হয়েছে এবং আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় দ্বিতীয় রাউন্ড আলোচনা হবে। খুব শিগগিরই এই চুক্তি সম্পাদনের বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে “
এ প্রসঙ্গে টিপু মুনশি আরো বলেন, “অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) মাধ্যমে জাপানের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান হবে, ব্যবসায়িক পরিবেশ উন্নত করা হবে। এর মাধ্যমে বাংলাদেশে শিল্প খাতে উৎপাদন বাড়বে এবং আরো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।”
বাংলাদেশ ও জাপানের প্রধানমন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার ইচ্ছা পোষণ করায়, উভয় দেশের মধ্যে বিরাজিত সম্পর্ক ও সহযোগিতার মাত্রা আরো বিস্তৃত হবে বলে উল্লেখ করেন টিপু মুনশি।
তিনি বলেন, “আগামী ৫০ বছর একসঙ্গে কাজ করার জন্য করণীয় এবং ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে দুই দেশের অর্থ-বাণিজ্য সম্প্রসারণ করা যায়, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।”