অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক


বিএনপির নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক।
বিএনপির নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের বৈঠক।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেল ৩টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী জাতীয় নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে সারাহ কুক কথা বলেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনারের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডকেটও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “নতুন করে আজকে বলার কিছু নাই। আমরা একটা কথাই বারবার বলছি, পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারত্বমূলক নির্বাচন। সেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, তাদেরও (পশ্চিমা শক্তি) একই প্রত্যাশা”।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও এদিন বৈঠক করেন সারাহ কুক। একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি ঢাকার যুক্তরাজ্যে হাইকমিশন বৃহস্পতিবার এক টুইটে জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে তাঁরা যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে।

XS
SM
MD
LG