মঙ্গলবার ১৮ জুলাই প্রকাশিত হয়েছে হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর নয়া তালিকা। তাতেই ৫ ধাপ উপরে উঠে ৮০ নম্বরে ঠাঁই পেয়েছে ভারতীয় পাসপোর্ট। এর ফলে এখন থেকে ভিসা ছাড়াই মোট ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন ভারতের পাসপোর্টধারীরা।
এর আগে ২০২২ সালের প্রকাশিত ইনডেক্সে ভারতের স্থান ছিল ৮৫। কিন্তু নয়া ইনডেক্সে ৮০তে উঠে এসেছে ভারতের নাম। এই একই নম্বরে অর্থাৎ ৮০তে জায়গা পেয়েছে সেনেগাল এবং টোগো।
ভারতীয় পাসপোর্ট থাকলে পৃথিবীর বেশ কিছু দেশে এখনও ভিসা ছাড়াই ঘুরে আসা যায়, এছাড়া বেশ কিছু দেশে ভিসা অন অ্যারাইভালের ব্যবস্থা রয়েছে।
এই দেশগুলির মধ্যে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, রোয়ান্ডা ইত্যাদি। কিন্তু এখনও যে ১৭৭টি দেশে প্রবেশের জন্য ভিসা বাধ্যতামূলক ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে, তার মধ্যে রয়েছে চিন, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলি।
এই তালিকায় এখন শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এই দেশের পাসপোর্ট সঙ্গে থাকলে বিশ্বজুড়ে ১৯২টি দেশে প্রবেশের জন্য কোনো ভিসা লাগবে না। গত ৫ বছর ধরে এই তালিকার শীর্ষস্থানে ছিল জাপান। তবে এবার তৃতীয় স্থানে নেমে এসেছে এশিয়ার এই দেশ। প্রায় ১০ বছর আগে এই তালিকায় প্রথমে নাম ছিল যুক্তরাষ্ট্রের। তবে এবার গতবারের থেকে ২ ধাপ নেমে অষ্টম হয়েছে যুক্তরাষ্ট্র। চতুর্থতে রয়েছে যুক্তরাজ্য। তালিকায় সবার শেষে নাম রয়েছে আফগানিস্তানের। এই দেশের পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে ভ্রমণ করা যায়।