মঙ্গলবার ১৮ জুলাই, ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠক হয়, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে পরাস্ত করতে জোটবদ্ধভাবে লড়াইয়ের রণনীতি তৈরি করতে। এর আগে এই বিরোধী দলগুলির পাটনা-বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পরের পর্বে জোটের নাম স্থির হবে। সেই কথা অনুযায়ী হলও তাই। বিরোধী জোটের নাম রাখা হয়েছে ইন্ডিয়া- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।
এই বিরোধী দলগুলি মনে করে কেন্দ্রে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের আমলে ভারতে বহুত্ববাদের পরিবেশ আক্রান্ত হচ্ছে। দেশের বৈচিত্রকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। রাষ্ট্রবাদের নাম করে গোটা দেশে এক নিয়ম চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তা আসল ভারত নয়।
মমতা বন্দ্যোপাধ্যায়-লালু প্রসাদদের বক্তব্য, যে ২৬টি দল মিলে দেশে বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, তাদের উত্থান হয়েছে জাতীয় ও আঞ্চলিক স্তরে মানুষের আশা, আকাঙ্ক্ষা, আবেগ থেকে। জাতীয় দলগুলি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলেই আঞ্চলিক শক্তির জন্ম হয়েছে। তাই কংগ্রেস ও এই আঞ্চলিক দলগুলির সমষ্টিই ভারতকে প্রকৃত ভাবে প্রতিনিধিত্ব করতে পারবে।
তৃণমূল মুখপাত্র তাপস রায়ের কথায়, "লক্ষ্য করলে দেখা যাবে এই জোটের নামে ইনক্লুসিভ শব্দটি রয়েছে। অর্থাৎ সমাবেশী। এই জোট দেশের সব মানুষের সমানাধিকারকে মর্যাদা দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলতে যায়। ক্ষমতালোভী, সুবিধাবাদী ও আধিপত্যবাদে বিশ্বাস করা এনডিএ-র সঙ্গে এই ‘ইন্ডিয়া’ জোটের মৌলিক ফারাক এখানেই।"