কয়েক আগেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারতের হরিয়ানার ধানখেতে নেমে গিয়ে মাঠেই কৃষকদের সঙ্গে কথা বলেন দেখা যায়, সেখানে একটু হলেও চাষ করেন হাতে হাত লাগিয়ে।
সেদিনই ওই খেতের মহিলা কৃষকরা তাঁর কাছে আবদার করেছিলেন, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ি দেখতে চান তাঁরা। রাহুল তাঁদের জানান, সরকার তাঁর দিল্লির বাড়ি কেড়ে নিয়েছেন, তবে তিনি দিল্লিতে তাঁর মায়ের ১০ জনপথ রোডের বাড়িতে অবশ্যই নিয়ে যাবেন ওই মহিলাদের। সেই আবদারই পূরণ হয়েই রবিবার ১৬ জুলাই এই মহিলা কৃষকরা দল বেঁধে পৌঁছন সনিয়া গান্ধীর দিল্লির বাড়িতে। শুধু তাই নয়, নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে আনন্দ করে নাচগানও করেছেন তাঁরা, খাওয়াদাওয়া সেরেছেন একই খাবার টেবিলে একইসঙ্গে।
রবিবার রাতে কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদী একটি ভিডিও শেয়ার করেছেন, তাতেই ধরা পড়েছে এই দৃশ্য। দেখা গেছে, গাড়ি করে রীতিমতো আনন্দ করতে করতে দিল্লি আসছেন হরিয়ানার মহিলা কৃষকরা। এর পরে কংগ্রেসের প্রাক্তন পার্টি প্রধান সনিয়া গান্ধীর বাড়িতে বসে আছেন তাঁরা। রাহুলও রয়েছেন। এর পরেই দেখা যায়, সনিয়ার কাছে নাচার আবদার করছেন ওই কৃষকরা, নেত্রীও অনুরোধে সাড়া দিয়ে নাচের ছন্দে পা মেলাচ্ছেন তাঁর বাড়িতে আসা মহিলা কৃষকদের সঙ্গে ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই মহিলা কৃষক সনিয়া গান্ধীর হাত ধরে আছেন, তাঁকে একসঙ্গে নাচতে অনুরোধ করছেন, অন্যরাও আনন্দের সঙ্গে তাকিয়ে আছেন। রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। টুইটারে ভিডিওটি শেয়ার করে রুচিরা চতুর্বেদী বলেছেন, ‘নির্মল আনন্দ!’
সংবাদ সূত্রের খবর, রবিবার দুপুরে সনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দু’জনেই হরিয়ানা থেকে আসা ওই মহিলা কৃষকদের সঙ্গে খাওয়াদাওয়াও সারেন। এই ঘটনার ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
এর আগেই জুলাই মাসের শুরুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী হরিয়ানার সোনিপতে কৃষকদের সঙ্গে সময় কাটানোর পরে বলেছিলেন, "কৃষকরা দেশের শক্তি এবং দেশের অনেক সমস্যার সমাধান হতে পারে, যদি নেতারা তাঁদের কথা শোনেন এবং তাঁদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন।" তিনি সেদিন ধানের চারা রোপন করেন, গল্প করেন কৃষকদের সঙ্গে এবং তাঁদের সঙ্গে বসে রুটিও খান।
সেই ভিডিও-ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তাতেই এক মহিলা কৃষককে বলতে শোনা গেছিল, "আমরাও দিল্লিতে আপনার বাড়ি দেখতে চাই।" উত্তরে রাহুল গান্ধী বলেছিলেন, "আমার বাড়ি নেই। সরকার আমার বাড়ি নিয়ে নিয়েছে।" তবে তিনি মায়ের বাড়িতে ওই কৃষকদের নিয়ে যাবেন বলে জানান। সে কথা তিনি রেখেছেন এবং নেটিজেনদের বক্তব্য মহিলা কৃষকদের পাশাপাশি তাঁর মা বর্ষীয়ান নেত্রী সনিয়া গান্ধীও রীতিমতো আনন্দ করে উপভোগ করেছেন ওই মহিলা কৃষকদের সঙ্গ।