অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা-১৭ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বিজয়ী


বিজয়ের প্রতীক ভি চিহ্ন দেখাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
বিজয়ের প্রতীক ভি চিহ্ন দেখাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।

বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের ১২৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

ঢাকা-১৭ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান (লাঙল) পেয়েছেন ১৩২৮ ভোট; জাকের পার্টির প্রার্থী (গোলাপ ফুল) কাজী মো. রশিদুল হাসান পেয়েছেন ৯২৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) প্রার্থী মো. আকতার হোসেন পেয়েছেন ৬৪ ভোট।

স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক) পেয়েছেন ৫২ ভোট; বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী রেজাউল ইসলাম স্বপন (ডাব) পেয়েছেন ৪৩ এবং তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) প্রার্থী শেখ হাবিবুর রহমান পেয়েছেন ২০২ ভোট।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা-১৭ উপনির্বাচনে, মোট ৩৭ হাজার ৪২০ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। এ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ১১ দশমিক ৫১ শতাংশ। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। চলতি বছরের ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক মারা গেলে, গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া সোমবার (১৭ জুলাই) সকালে অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরুর পর তরিকুল এ ঘোষণা দেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিরো আলম অভিযোগ করেন যে তার এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে এবং তাদের বেশ কয়েকজনকে আওয়ামী লীগ নেতাকর্মীরা হয়রানি করেছে। এছাড়া বিকালে বনানী এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় ‘হিরো আলম’ শারীরিকভাবে লাঞ্ছিত হন।

XS
SM
MD
LG