বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,“ আওয়ামী লীগ সরকার গনতন্ত্রের নামে ও নির্বাচনের নামে তামাশা করছে। তারপরও আওয়ামী লীগ নেতারা বলবেন, গণতন্ত্র তাদের হাতে সবচেয়ে নিরাপদ এবং তারা অতীতে ভালো নির্বাচনের ব্যবস্থা করেছে।”
সোমবার (১৭ জুলাই) খুলনা ডাকবাংলা চত্বরে, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশ-এ বিএনপি মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, “আওয়ামী লীগ কতটা দেউলিয়া হয়ে গেছে তা ভাবাই যায় না। তাই অরাজনৈতিক হিরো আলমকেও ভয় পায় তারা।”
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনাকে গণতন্ত্রের নামে তামাশা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, “এতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কীভাবে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। হামলার ঘটনা আবার প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।”
বিএনপি মহাসচিব বলেন,“ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ঘটনার পরও আওয়ামী লীগ বলবে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। আমাদের বক্তব্য সোজা, বর্তমান সরকারের আমলে দেশে কোনো নির্বাচন হবে না। আগামী নির্বাচনকে বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হবে।”
আওয়ামী লীগ দেশের সব অর্জন ধ্বংস করে দেয়ায়, জাতি সবচেয়ে সংকটময় সময় পার করছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না: আব্দুর রাজ্জাক
এদিকে, কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। সোমবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ কথা কথা বলেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, “যে কোনো মূল্যে বিএনপির আন্দোলন-সন্ত্রাস মোকাবেলা করা হবে। কোন শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে।”
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. রাজ্জাক বলেন, “২০০৮ সালে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছিলো। তা বিএনপি মেনে নেয়নি। তারপর থেকে বিগত ১৪ বছর ধরে বিএনপি একই কোরাস গেয়ে চলেছে। হরতাল আর আন্দোলন করে যাচ্ছে। সংবিধানের আলোকে নির্বাচন হবে, তারা এটা মানবে না। এখন আবার হরতালের ভয় দেখাচ্ছে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সুসংগঠিত ও শক্তিশালী দল। বিএনপিকে মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে।” সংলাপ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, “আলোচনার আগে বিএনপিকে স্বীকার করতে হবে; তারা নির্বাচনে আসবে, সংবিধানের আলোকেই নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। তাহলেই চিন্তা করা যাবে, আলোচনার কথা।”
“বিএনপির সঙ্গে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়;” বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।