অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়ভীতির কৌশল কাজ করবে না, পদত্যাগ করুন: সরকারের প্রতি মির্জা ফখরুল


সরকারের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ জুলাই, ২০২৩।
সরকারের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ জুলাই, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকারের ভয়ভীতি কৌশল আর কাজ করবে না, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে।” রবিবার (১৬ জুলাই) চট্টগ্রামে শ্রমিকদলের মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “এই সরকারের আর সময় নেই; ভালো ভালোয় পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন।”

বিএনপি মহাসচিব বলেন, “বন্দুক দিয়ে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে আর কাজ হবে না। অনেক অপরাধ করেছেন, জুডেশিয়াল কিলিং করেছেন, ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ২৪ হাজার মামলা দিয়েছেন। কেউ ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারেনি। আপনিও (শেখ হাসিনা) পারবেন না।”

মির্জা ফখরুল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার থাকলে, আওয়ামী লীগের ভাত নেই। সবাইকে বোকা বানিয়ে বিচার ব্যবস্থার ওপর জোর দিয়ে, খায়রুল হকের ওপর জোর দিয়ে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়।”

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ হচ্ছে একটি বক ধার্মিক দল। বক যেমন পুকুর জলাশয়ের ধারে এক পায়ে বসে থাকে মাছ ধরার জন্য, তারাও (আওয়ামী লীগ) সুযোগের অপেক্ষায় বসে থাকে ক্ষমতায় যাওয়ার জন্য।
তারা এখন বলে বেড়াচ্ছে আওয়ামী লীগের অধীনে নাকি সুষ্ঠু নির্বাচন হবে। সবাই যেন নির্বাচনে অংশ নেয়। এ যেন ‘ভূতের মুখে রাম রাম’। আর নির্বাচন কমিশন হচ্ছে একটা ‘ঠুটো জগন্নাথ’, তাদের কোন ক্ষমতা নেই। আওয়ামী লীগ যা বলে তা বাস্তবায়ন করে।’’

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের তারা বলে, তাদের অধীনে নাকি ভোট দিতে হবে। ২০২১ সালে শেখ হাসিনা আমাদের ডেকে বলেন নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই ভোট করতে পারবেন। সবাইকে বলেন ভোট করতে, আমি কোনো বাধা দেবো না। আমরা ভাবলাম, বোধহয় শুভবুদ্ধির উদয় হয়েছে। আগের রাতে ভোট হয়ে গেলো। এখন আবার বলছে আমরা সুন্দর ভোট করবো। আমাদের অধীনেই ভোট হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তাদের কী আবদার!”

আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, “আর সময় নেই, তাদের সময় শেষ। আমি পরিষ্কারভাবে বলেছি। আবারো বলছি, ভালো ভালোয় পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিন।”

সাংবিধানিক সংকট তৈরি করতে চায় বিএনপি: হাছান মাহমুদ

এদিকে, বৃহস্পতিবার (১৩ জুলাই) তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দুরভিসন্ধিমূলক। দেশে সাংবিধানিক সংকট সৃষ্টিই তাদের উদ্দেশ্য।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “বিএনপির কর্মসূচি থেকে সরকারের পদত্যাগের দাবি করা হয়েছে; পুরোনো কথাই নতুন করে বলা হয়েছে। তবে সেখানে একটি বিষয় অত্যন্ত দুরভিসন্ধিমূলক, সেটি হচ্ছে সংসদ বিলুপ্ত করতে হবে।”

তিনি বলেন, “তারা আসলেই দেশে সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। তারা অসাংবিধানিক কোনো কিছুকে জায়গা করে দিতে চায়। এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যেই বিএনপি এই দাবি করেছে।”

হাছান মাহমুদ বলেন, “একদফা তারা মাঝে মধ্যেই ঘোষণা করে। গত বছর একবার একদফা ঘোষণা দিয়ে বলেছিলো, বেগম জিয়া সুস্থ হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক জিয়া কীভাবে উড়ে আসবেন সে ব্যাখ্যা তারা দেয়নি, কিন্তু বলেছে তিনিও উড়ে এসে যোগ দেবেন। তারা এ রকম অনেক কিছু বলেছিলো। কিন্তু সে আন্দোলন মাঠে মারা গেছে।’”

XS
SM
MD
LG