অ্যাকসেসিবিলিটি লিংক

নবায়নযোগ্য উৎস থেকে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ


প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসন। ১৬ জুলাই, ২০২৩।
প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসন। ১৬ জুলাই, ২০২৩।

বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ বিষয়ে এখন প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রবিবার (১৬ জুলাই) বাংলাদেশ মন্ত্রণালয়ে, ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসন তার সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

নসরুল হামিদ জানান,“বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে রয়েছে।” ডেনমার্কের রাষ্ট্রদূত কে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, “বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।”

তিনি জানান, “নবায়নযোগ্য উৎস থেকে ১১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও, ৮২৫ দশমিক ২৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসছে। ৩০টি প্রকল্পের মাধ্যমে আরো ১২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ চলছে এবং ৮৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।”

উপকূলীয় বায়ু থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ প্রকাশ করে ডেনমার্কের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, “ডেনিশ কোম্পানি-গুলো ব্লু-ইকোনমি কাজে লাগাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে খুবই আগ্রহী।”

XS
SM
MD
LG