অ্যাকসেসিবিলিটি লিংক

জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সোমবার


ঢাকায় সংসদ নির্বাচনের আগে একটি বিতরণ কেন্দ্রে ব্যালট বাক্স বাছাই করছেন নির্বাচন কমিশনের একজন সদস্য। (ফাইল ছবি)
ঢাকায় সংসদ নির্বাচনের আগে একটি বিতরণ কেন্দ্রে ব্যালট বাক্স বাছাই করছেন নির্বাচন কমিশনের একজন সদস্য। (ফাইল ছবি)

বাংলাদেশের জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং সাত জেলার সাতটি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে সোমবার ১ে৭ জুলাই)। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়, কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। চলতি বছরের ১৪ মে এই আসনের সংসদ সদস্য জনপ্রিয় অভিনেতা মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। তার মৃত্যুতে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত আসনটি শূন্য হয়।

প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন; বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা প্রতীক), জাতীয় পার্টির (লাঙল) সিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র আশরাফুল হোসেন আলম (একতারা), জাকের পার্টির কাজী রশিদুল হাসান (গোলাপ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি), স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া (ট্রাক), বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন (ডাব) এবং তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।

ঢাকা-১৭ আসনে ১২৫ টি ভোটকেন্দ্রের অধীনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। গত ১ জুন নির্বাচন কমিশন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

এদিকে, সোমবার যে সাতটি পৌরসভার নির্বাচন হচ্ছে, সেগুলো হলো; পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কুমিল্লা জেলার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোর জেলার বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ।

সাত পৌরসভায় মোট ৩৩ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর, ২১টি সংরক্ষিত আসনে ১০২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া, ৬৩টি সাধারণ কাউন্সিলর পদে ৩৬৪ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

জাতীয় সংসদের উপনির্বাচনে ব্যালট পেপার ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে; পৌরসভার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

XS
SM
MD
LG