সৌদি আরবের হুফুফ শহরের একটি ফার্নিচার কারখানায় শুক্রবার (১৪ জুলাই) অগ্নিকাণ্ডে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে সাত জন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, “নিহতদের মধ্যে তিন জন বাংলাদেশের নাটোর জেলার বাসিন্দা। নিহত শ্রমিকরা হলেন; আরিফ মো. সাহাদাত, বারেক সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, মো. ফিরুজ সরদার আলী ও মো. রব হোসাইন।
নিহত বাংলাদেশি শ্রমিকদের মরদেহ হুফুফ শহরের কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।