অ্যাকসেসিবিলিটি লিংক

শিক্ষাক্রম পরিবর্তনের ফলাফল দেখতে সময় লাগবে: শিক্ষামন্ত্রী দীপু মনি


বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “শিক্ষাক্রমের পরিবর্তনের ফলাফল দেখতে আরো কয়েক বছর সময় লাগবে।” শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, “২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে অঙ্গীকার ছিলো শিক্ষার সকল পর্যায়ের মান উন্নয়ন করা হবে। সেই কাজ আমরা খুব বড় আকারে করেছি। শিক্ষার মান একদিনে উন্নত হয় না, কিন্তু কাজটা করতে হবে।”

শিক্ষামন্ত্রী বলেন, “যে কাজগুলো শিক্ষার মান উন্নয়নে দরকার, এর একটি হলো যুগোপযোগী শিক্ষাক্রম। আমরা সেই নতুন শিক্ষাক্রম, যেটা দিয়ে শিক্ষায় রূপান্তর ঘটছে, তা প্রণয়ন করেছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি।” তিনি বলেন,“ আমাদের শিক্ষক দরকার হয়। আমরা ব্যাপক হারে শিক্ষক প্রশিক্ষণ শুরু করেছি। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন লাগে, টেকসই প্রযুক্তি লাগে সেগুলোর ব্যবহারও শুরু করেছি।”

দীপু মনি বলেন, “উচ্চ শিক্ষায় গবেষণা থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি একাডেমিয়াল লিংকেজসহ সকল ধরণের ব্যবস্থা নিয়েছি। যে পরিবর্তন সূচিত হয়েছে, তার ফলাফল দেখতে ৪-৫ বছর সময় লাগবে। শিক্ষামন্ত্রী বলেন, “কিন্তু আমাদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা যে নতুন শিক্ষাক্রমে শিখছে এবং পুরো শিক্ষায়, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের দক্ষতায় যে বিরাট পরিবর্তন আসছে, এটি এখনই দৃশ্যমান। বিশেষ করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে।”

XS
SM
MD
LG