অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি চালুর সমর্থনে অসমে একাধিক বিয়ে আটকাতে আইন আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর


ভারতে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি চালুর সমর্থনে অসমে একাধিক বিয়ে আটকাতে আইন আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতে কেন্দ্রের অভিন্ন দেওয়ানি বিধি চালুর সমর্থনে অসমে একাধিক বিয়ে আটকাতে আইন আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের অসমে নিষিদ্ধ হতে চলেছে একাধিক বিয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসেই বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। যদি প্রশাসনিক কারণে তা সম্ভব না হয়, তাহলে জানুয়ারির মধ্যে করা হবেই।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই সংক্রাম্ত বিলের খসড়া তৈরির জন্য গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নির্ধারিত দুমাসের মধ্যে রিপোর্ট দিলেই সেপ্টেম্বরে বিধানসভায় বিল পেশ করা হবে।

উল্লেখ্য, ভারতে বহু বিবাহের বিষয়টি বিভিন্ন ধর্মীয় ও জনজাতি গোষ্ঠীর ব্যক্তিগত আইনের অন্তর্ভুক্ত। দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে একাধিক বিয়েও নিষিদ্ধ হয়ে যাবে । তখন নারী বা পুরুষ একমাত্র বিচ্ছেদের পরই দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করতে পারবেন। একই সঙ্গে দুই নারী বা দুই পুরুষের সঙ্গে ঘর করা যাবে না।

অসমের মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে। যেহেতু ভারত সরকার এই ব্যাপারে আইন তৈরির পথে অগ্রসর হয়েছে তাই অসমে আলাদা করে তিনি অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আইন চালু করছেন না। তবে ভারত সরকারের আইন চালুতে বিলম্ব হতে পারে। হিমম্তের কথায়, "উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করার বিরোধিতা করেছে। ওই সব রাজ্য সরকারে বিজেপির সঙ্গী এনডিএ-র শরিকেরা রয়েছেন। তারা আপত্তি তুলেছেন।"

তাই অভিন্ন দেওয়ানি বিধি চালুর অপেক্ষায় থাকবে না অসম সরকার। আলাদা করে একাধিক বিয়ে আটকাতে আইন অচিরেই চালু করা হবে। হিমন্ত জানান, এই বিষয়টি তাঁকে ভাবিয়েছে যখন রাজ্যে বাল্য বিবাহ আটকাতে অভিযান চালিয়েছিল পুলিশ। দেখা যায়, শুধু কম বয়সি মেয়েদের বিয়ে করাই নয়, অনেকেই একাধিক বিয়েও করেছেন।

প্রসঙ্গত, মুসলিম এবং জনজাতিদের কিছু গোষ্ঠীর বিশিষ্টজনেরা দীর্ঘদিন ধরেই বহু বিবাহ বন্ধ করতে আইন করার দাবি জানিয়ে আসছেন। তিন তালাক নিষিদ্ধ করতে আইন করার সময়ও দেশব্যাপী একাধিক নারী সংগঠন এই দাবি তুলেছিল। কিন্তু ধর্মীয় ও জাতিগত প্রথায় আঘাত আসতে পারে বলে মোদী সরকারও এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। যদিও অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে এই সব সম্প্রদায়কেন্দ্রীক প্রথা, ঐতিহ্যও বাতিল হয়ে যাবে। অভিন্ন দেওয়ানি বিধির মূল কথাই ‘এক দেশ এক আইন’।

XS
SM
MD
LG