একটানা ভারি বৃষ্টি আর তারমধ্যে যমুনা নদীর জল বিপদসীমা পেরিয়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লি বন্যায় বিপর্যস্ত। বানভাসি রাজধানীতে উদ্ধারকাজে নেমেছে সেনা বাহিনী। দিল্লির বিস্তীর্ণ এলাকা জলের তলায়। আর সেখানেই বর্ষার জলে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হল তিন শিশুর।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির মুকুন্দপুরে। বেশ কয়েকদিন ধরেই এই এলাকার অধিকাংশ জায়গা জলের নীচে। দোকানপাট বন্ধ। বাড়ির মধ্যে জল ঢুকে পড়েছে। সেই জমা জলে খেলতে গিয়েই বিপত্তি ঘটল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ১৪ জুলাই জমা জলে সাঁতার কাটার চেষ্টা করেছিল তিনজন শিশু। এদিন দুপুরে ওই তিন শিশু ঝাঁপ মেরেছিল জলের মধ্যে। সেখানেই নির্মীয়মান মেট্রোর জন্য খোঁড়া একটি গর্তের মধ্যে তলিয়ে যায় তারা। স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি কাউকেই।
আরও জানা গেছে, এই তিন শিশুর বয়েস ১০ থেকে ১৩ বছরের মধ্যে। পীযুষ, নিখিল ও আশিস— তিনজনই বন্ধু ছিল। একই এলাকায় থাকত তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিগত কয়েকদিন ধরেই বর্ষায় দিল্লির অবস্থা উদ্বেগজনক। ৪৫ বছরের রেকর্ড ইতিমধ্যেই ছাপিয়ে গেছে যমুনা নদীর জলস্তর। বুধবার নদীর জলস্তর বেড়ে হয় ২০৭.৫৫ মিটার। যা ১৯৭৮ সালের রেকর্ড পার করে গেছে। এমনকী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কাছের এলাকাও প্লাবিত।
শুক্রবারই কেন্দ্রের কাছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপরই উদ্ধারকাজে নামে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহর জুড়ে বন্যার জেরে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছে গোটা দিল্লি।