অ্যাকসেসিবিলিটি লিংক

অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র—স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান


বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে বলেছি যে, আইন প্রয়োগকারী সংস্থা প্রস্তুত এবং নির্বাচনের সময় তারা নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে”।

আসাদুজ্জামান খান বলেন, “প্রতিনিধিদলটি বলেছে তারা এখানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে আসেনি, বরং তারা শুধু দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়”।

আসাদুজ্জামান খান আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

XS
SM
MD
LG