অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাপী অংশীদারদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র—টুইট বার্তায় উজরা জেয়া


রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাপী অংশীদারদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র—টুইট বার্তায় উজরা জেয়া
রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাপী অংশীদারদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র—টুইট বার্তায় উজরা জেয়া

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মিয়ানমারে গণহত্যার কারণে পালিয়ে বাংলাদেশে বসবাসরত ১১ লাখেরও বেশি রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাপী অংশীদারদের সহায়তার আহ্বান জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, “রোহিঙ্গাদের মানবিক সহায়তায় শীর্ষস্থানীয় দাতা হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত এবং রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তার আহ্বান জানাচ্ছে”।

বুধবার (১২ জুলাই) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উজরা জেয়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে।

উজরা জেয়া বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের প্রতি আরআরআরসির সমর্থন এবং রোহিঙ্গাদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থার জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই”।

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের পর উজরা জেয়া বাংলাদেশের স্বাগতিকদের উদারতা এবং বৈশ্বিক দাতা সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর উজরা জেয়া টুইট করেন, “বাংলাদেশে আসতে পেরে রোমাঞ্চিত। উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ”।

বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

উজরা জেয়া বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন।

উজরা জেয়া গণতন্ত্রকে শক্তিশালী করতে, সর্বজনীন মানবাধিকারকে এগিয়ে নিতে, শরণার্থী ও মানবিক ত্রাণকে সমর্থন করতে, আইনের শাসন ও মাদকবিরোধী সহযোগিতা, দুর্নীতি ও অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই করতে, সশস্ত্র সংঘাত রোধ করতে এবং মানবপাচার নির্মূলে বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিয়ে থাকেন।

XS
SM
MD
LG