যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সের সঙ্গে সমরাস্ত্রের সম্পর্ক মজবুত করছে ভারত। ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনছে মোদী সরকার। এবার ২৬টি যুদ্ধবিমান কেনার কথা। সেইসঙ্গে তিনটি সাবমেরিনও কিনতে চায় ভারত। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ফ্রান্স সফরেই চুক্তি সই হতে পারে দুই দেশের মধ্যে।
কয়েক দিন আগেই সংবাদ সূত্রে প্রকাশ পেয়েছিল, ফ্রান্স ভারতের মাটিতেই ভারতের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান তৈরি করতে চায়। সংবাদমাধ্যম সূত্রে খরব, ফরাসি সংস্থা ‘স্যাফরান’-কে সবুজ সংকেত দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
ভারতেই যুদ্ধবিমান তৈরি করতে চায় তাঁরা। এই যুদ্ধবিমানের ইঞ্জিনটি তৈরি হবে ভারতেই। তারজন্য যা প্রযুক্তির প্রয়োজন তা পাঠাবে 'স্যাফরান' নামের ফরাসি সংস্থাটি। অ্যাডভান্সড মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফ্ট-এ এই ইঞ্জিন ব্যবহার করা হবে।
আগামী ১৪ জুলাই বাস্তিল দিবস। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মোদী। আগামী ১৩ জুলাই দু’দিনের সফরে ফ্রান্স উড়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। সেদিন ফ্রান্স-এর প্রেসিডেন্টের সঙ্গে প্যারিসে তাঁর একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকেই এই বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার ১৩ জুন ভারতের তিনটি বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক বসতে চলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা। যদি সব ঠিক থাকে সেই বৈঠকেই এই যুদ্ধবিমান ও সাবমেরিন কেনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে।