বাংলাদেশে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে বলে উল্লেখ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৯ জুলাই) বিকালে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন,“ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই তিন মাস ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি পাবে। এই তিন মাস ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ হবে।”
সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে জাহিদ মালেক জানান যে ইতোমধ্যে ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে ঢাকায়। তিনি বলেন, “ঢাকায় প্রকোপ সবচেয়ে বেশি; বর্তমানে সবচেয়ে বেশি রোগী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং মুগদা হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা সিটি কর্পোরেশন এবং পৌরসভারগুলোকে এলাকা ভিত্তিক স্প্রে করার প্রচেষ্টা জোরদার করার অনুরোধ করবো।”
পরিস্থিতি মোকাবেলায় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা ব্যাপক নির্দেশনা জারি করেছি। যার মধ্যে রয়েছে; দেশব্যাপী হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন। এছাড়া, চিকিৎসক, নার্স ও চিকিৎসা পেশাজীবীরা বিশেষ প্রশিক্ষণ পেয়েছেন। ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করা হচ্ছে।”
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ হাজার ৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৯ হাজার ৯০ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৪ জন ডেঙ্গু রোগী। চলতি বছর ডেঙ্গু সংক্রমণে মারা গেছেন ৭৩ জন।