ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ, আগামী সেপ্টেম্বরে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৮ জুলাই) এক্সপ্রেসওয়ের কাওলা- তেজগাঁও অংশ পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “প্রকল্পের নির্মাণকাজ তিন পর্যায়ে বিভক্ত। বর্তমানে সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে। বিমানবন্দর-ফার্মগেট সেকশন চালু হলে রাজধানীর যানজট অনেকটা কমবে।” ঢাকা শহরের চারপাশে, আউটার সার্কুলার রোড নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ের ২০ কিলোমিটার অংশ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নির্মিত হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। বলেন, প্রকল্পের মোট বাজেট ৮ হাজার ৯৪০ কোটি টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকারের অবদান ২ হাজার ৪১৩ কোটি টাকা।