বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, “ কোনো রাষ্ট্রের বিচার বিভাগ যদি দুর্বল হয়, তাহলে সে রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না।” শনিবার (৮ জুলাই) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ন্যায় কুঞ্জের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, “রাষ্ট্রের যে তিনটি অঙ্গ; সেই অঙ্গের একটি হলো বিচার বিভাগ। যদি জুডিশিয়ারি (বিচার বিভাগ) দুর্বল হয়, তাহলে সেই রাষ্ট্রকে শক্তিশালী বলা যাবে না। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে সাধারণ জনগণ ন্যায়বিচারের জন্য আদালতে আসেন।”
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “জনগণ যাতে সহজে, স্বল্প সময় ও খরচে ন্যায় বিচার পায়, তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে।”
তিনি আরো বলেন, “আমরা হিসাব-নিকাশ করে দেখেছি যে ডিস্পোজাল (নিষ্পত্তি) রেট যদি ১২৫ শতাংশ করা যায়, তাহলে এখন থেকে ৫-৭ বছরের মধ্যে বর্তমান যে মামলার জট রয়েছে তা কমে যাবে।”