অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার


বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের পদচারণা। (ফাইল ছবি)
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের পদচারণা। (ফাইল ছবি)

বাংলাদেশেল কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে, এক যুবকের খালে ভাসতে থাকা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(৭ জুলাই) রাত ৯টার দিকে বালুখালী ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সানাউল্লাহ (৪০) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। সেখানে দায়িত্বনত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর অধিনায়ক আমির জাফর বলেন, “খবর পেয়ে গলাকাটা মরদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার (৭ জুলাই) ভোরে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে পাঁচজন নিহত হন। তারা সবাই আরসা'র সদস্য বলে ধারণা করছে পুলিশ।

এই পাঁচ মৃত্যুর সঙ্গে এই হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা; এমন প্রশ্নের জবাবে আমির জাফর বলেন, “এটি ভিন্ন ঘটনা। ধারণা করা হচ্ছে, কোনো সন্ত্রাসী গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত যুবক কোনো গ্রুপের সদস্য ছিলো কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ভোরের সংঘর্ষের পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটলো।

XS
SM
MD
LG