অ্যাকসেসিবিলিটি লিংক

অগ্নিগর্ভ মণিপুর নিয়ে আলোচনা হল না ভারতের স্বরাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে, বৈঠক বয়কট বিরোধীদের


ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরের পাহাড় ও উপত্যকা এলাকায় নিরাপত্তা অভিযান চলাকালীন ভারতীয় সেনা সৈন্যরা টহল দিচ্ছে। ৭ জুন, ২০২৩।
ভারতের উত্তর-পূর্ব রাজ্য মণিপুরের পাহাড় ও উপত্যকা এলাকায় নিরাপত্তা অভিযান চলাকালীন ভারতীয় সেনা সৈন্যরা টহল দিচ্ছে। ৭ জুন, ২০২৩।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় এক মাসের বেশি হয়ে গেল মণিপুর নিয়ে নীরব। বৃহস্পতিবার ৬ জুলাই সংসদের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও মণিপুর নিয়ে আলোচনার সুযোগ দিল না সরকার পক্ষ। ফলে সংসদের আসন্ন বাদল অধিবেশনেও মণিপুর আর একটি 'আদানি ইস্যু' হয়ে উঠতে পারে, আশঙ্কা বিরোধীদের। আদানিদের বিরুদ্ধে শেয়ারের দামে অনিয়মের অভিযোগ নিয়ে সংসদের কোনও কক্ষেই আলোচনার সুযোগ দেওয়া হয়নি। মণিপুর নিয়েও সরকার একই পথে হাঁটতে পারে, মনে করছে বিরোধীরা।

বৃহস্পতিবার সংসদের স্বরাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠকে মণিপুর নিয়ে আলোচনার সুযোগ না মেলায় বিরোধী দলগুলি মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে আসে। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হল, বিরোধীদের এই বয়কটের সিদ্ধান্তের নেতৃত্ব দেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং এবং তৃণূমূলের ডেরেক ও ব্রায়েন।

বৃহস্পতিবারের বৈঠকে কমিটির মূল আলোচ্য ছিল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর জেলখানার সংস্কার। ওই তিন রাজ্যের জেলখানা পরিদর্শন করেছেন কমিটির সদস্যরা। সেখানেই বিরোধী দলগুলি দাবি তোলে আগে মণিপুর নিয়ে আলোচনা করা হোক। কারণ মণিপুরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। সেখানে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হোক।

কিন্তু বিজেপির সাংসদেরা এই প্রস্তাবে বাধা দেন। তাঁদের বক্তব্য, "মণিপুর আজকের বৈঠকের এজেন্ডা নয়।" বিরোধীদের বক্তব্য, "জরুরি বিষয়ে আলোচনার জন্য এজেন্ডায় থাকা না থাকাটা বিষয় নয়। আলোচনা করতে দিতে হবে।" দু'পক্ষের মতানৈক্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি ও বিরোধীরাও বৈঠক বয়কট করেন।

XS
SM
MD
LG