ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বিমসটেক ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেসেন তিনি।
বৃহস্পতিবার (৬ জুলাই) সৌরভ কুমার ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এ টি এম রকিবুল হক তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাও উপস্থিত ছিলেন।