ভারতের পশ্চিমে মহারাষ্ট্রে অন্যতম প্রধান রাজনৈতিক দল এনসিপি-র অন্দরে শক্তি পরীক্ষার পারদ চড়ার মাঝেই সে রাজ্যের রাজনীতিতে আবার নাটকীয়তা দেখা দিল।
রাজনৈতিক মহলের খবর, এনসিপি-রঅজিত পাওয়ারকে মন্ত্রীসভায় নেওয়ায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে। একাধিক মন্ত্রী ও বিধায়ক বিদ্রোহের সুরে শিন্ডের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, দলকে অন্ধকারে রেখে শিন্ডে বিজেপির চাপের কাছে নতিস্বীকার করে অজিত পাওয়ারকে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, একাধিক মন্ত্রী পদ অজিতের শিবিরকে দেওয়া হচ্ছে।
বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে সরব শিন্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত শম্ভুজরাজে দেশাই। তাঁর বক্তব্য, "আমরা কয়েকজন মন্ত্রী ও বিধায়ক তৈরি হয়ে আছি। উদ্ধব ঠাকরে ভাল কোনও প্রস্তাব দিলে আমরা তাঁর ডাকে সাড়া দেব।" তাঁর বক্তব্য, "মন্ত্রীসভায় নতুন শরিক যোগ দেওয়ার খবরও জানতে পারছি টিভির খবর থেকে। এরচেয়ে দুর্ভাগ্যের আর কী আছে।" শোনা যাচ্ছে শম্ভুজরাজের সঙ্গে জনা দশ বিধায়কের সমর্থন রয়েছে।
অজিত পাওয়ারকে কেন্দ্র করে দলে বিদ্রোহের আশঙ্কায় গত সোমবার ৩ জুলাই বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন শিন্ডে। শম্ভুজরাজের বিদ্রোহের জেরে বুধবার ৫ জুলাই বিকাল তিনটায় ফের দলের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার ভোর রাত পর্যন্ত শিন্ডে মন্ত্রী দীপক কাসারকারের বাংলোয় বিদ্রোহীদের কয়েকজনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমন করা সম্ভব হয়নি বিক্ষুব্ধ মন্ত্রী ও বিধায়কদের।