সোমবার ৩ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় পা রেখেছেন ফুটবলে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার ৪ জুলাই সকাল থেকেই শুরু হয়ে যায় তাঁকে নিয়ে যাবতীয় অনুষ্ঠান। এদিন সকাল থেকে কলকাতার মিলনমেলা অডিটোরিয়ামে তাঁকে একবার চোখের দেখা দেখতে উপচে পড়েছে ভিড়। আর সেই ভিড়ে মিশে রয়েছেন সাধারণ সমর্থক থেকে প্রাক্তন ফুটবলাররা। হেমন্ত ডোরা থেকে সংগ্রাম মুখোপাধ্যায়, সন্দীপ নন্দী—কলকাতা ময়দানে দাপটের সঙ্গে খেলা নানা প্রজন্মের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সেখানে। আর তাঁরা মঞ্চে উঠে পড়তেই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে।
মার্টিনেজকে একবার কাছ থেকে দেখতে চেষ্টার কসুর করেননি ভক্তরা। তিনি মঞ্চে উঠে আসতেই ক্রমশ এগোতে শুরু করেছিলেন দর্শকাসনে থাকা অনুরাগীরা। যার ফলে একসময় সামনের দিকের ব্যারিকেড ভেঙে পড়ার উপক্রম হয়। তবে সেসময় কোনওরকমে পরিস্থিতি সামাল দেন সেখনে কর্মরত পুলিশ বাহিনী। অনুষ্ঠান শেষ হওয়ার খানিক আগে উপস্থিত থাকা প্রাক্তন খেলোয়াড়রা, কেউ কেউ সপরিবার মার্টিনেজের সঙ্গে সেলফি তুলতে হঠাৎই মঞ্চে উঠে পড়েন। সেই ভিড়ের চাপে রীতিমতো বন্দি হয়ে যান তারকা গোলকিপার।
শেষে আয়োজকদের তরফে তাঁদের মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। এমনকী এক সাধারণ ভক্তও ব্যারিকেড টপকে মঞ্চে উঠে পড়েছিলেন। যদিও মার্টিনেজের কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তবে আয়োজকরা কোনওরকম অব্যবস্থা হয়নি বলেই জানিয়েছেন। তাঁরা বলেছেন, "পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গোটা অনুষ্ঠানই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনও সমস্যা হয়নি।"
এদিকে অনুষ্ঠান শেষে বাইরে বেরনোর পর মার্টিনেজ যখন মিলনমেলা থেকে বেরিয়ে শতবর্ষে পা দেওয়া মোহনবাগান ফুটবল ক্লাবের উদ্দেশে রওনা দেবেন, ঠিক সেইসময়েই আর্জেন্টিনীয় বিশ্বকাপারকে দেখতে হুমড়ি খেয়ে পড়েন সমর্থকরা। যার জেরে এমিলিয়ানোর গাড়ির কাচ অবধি ভেঙে যায়। শেষে ওই গাড়ির বদলে পুলিশের গাড়িতে চেপে ময়দানের উদ্দেশে রওনা হন তিনি। কলকাতা ফুটবলে সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা বরাবরই বেশি। পেলে থেকে মারাদোনা, অলিভার কান থেকে লিওনেল মেসি—যখন যাঁরা এই শহরে এসেছেন, ভক্তদের ভালবাসায় ভেসে গিয়েছেন। এমিলিয়ানো মার্টিনেজকে নিয়েও সেই উন্মাদনা বজায় রইল।
মঙ্গলবার একাধিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন এমিলিয়ানো। বিকেলে মোহনবাগান মাঠে একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকছেন তিনি। ম্যাচের আগে গ্যারি সোবার্স-পেলে-মারাদোনা নামাঙ্কিত একটি গেট উদ্বোধন করবেন এমি। এই ম্যাচ ঘিরে খুবই জোরদার করা হয়েছে নিরাপত্তা। উল্লেখ্য এই মোহনবাগান মাঠেই উপস্থিত হয়েছিলেন দিয়েগো মারাদোনা।
মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ায় গিয়েছিলেন এমি। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হয় শতাব্দীপ্রাচীন ফেলু মোদকের মিষ্টি। তিনি চেখে দেখেছেন সেই বিখ্যাত স্বাদ। তাঁর জন্য বিশেষ ডিজাইনে বানানো হয়েছিল গোল্ডেন গ্লাভস সন্দেশ।