সাদা টিশার্ট ও কালো ট্রাউজার পরে সোমবার ৩ জুলাই ভারতে পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর থেকে যখন বেরিয়ে এলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তখন তাঁকে দেখেই চিৎকারে ফেটে পড়লেন উপস্থিত সকলেই। তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন মোহনবাগান ও আর্জেন্টিনার সমর্থক।
বিমানবন্দরে মার্টিনেজকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু। বিমানবন্দর থেকে বের হতেই সুজিত মার্টিনেজের গলায় সবুজ মেরুন উত্তরীয় পরিয়ে দেন। সঙ্গে সঙ্গে সমর্থকদের উচ্ছাস হয়ে পড়ে বাঁধনছাড়া।
মার্টিনেজকে নিয়ে সাজো সাজো রব কলকাতায়। মঙ্গলবার ৪ জুলাই থেকেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার দুপুরে মিলনমেলা প্রাঙ্গণে একটি আলোচনা সভায় যোগ দেবেন বিশ্বকাপজয়ী গোলকিপার। তারপর সেখান থেকেই সোজা চলে যাবেন ময়দানে। সেখানে তাঁর হাতে তুলে দেওয়া হবে মোহনবাগান রত্ন।তারপর একটি প্রীতি ম্যাচেও উপস্থিত থাকবেন মার্টিনেজ। বুধবার ৫ জুলাই শ্রীভূমিতে একটি অনুষ্ঠানে থাকবেন তিনি। বুধবার রাতেই ফেরার বিমানে উঠবেন।
সোমবার প্রথমে প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকায় নামেন মার্টিনেজ। বিশ্বকাপজয়ী গোলকিপারকে দেখতে বাংলাদেশের মানুষ ভিড় করেছিলেন বিমানবন্দরে। তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন মার্টিনেজ। বাংলাদেশে ঝটিকা সফর সেরেই কলকাতায় চলে আসেন তিনি।
আর্জেন্টিনার গোলকিপারকে একবার চোখের দেখা দেখবে বলে বহু মানুষ কলকাতা বিমানবন্দরে ভিড় করেছিলেন। অনেকেই দুপুর থেকে ঠায় দাঁড়িয়ে ছিলেন। আট থেকে আশি সকলের চোখেমুখে ছিল আনন্দ ও উত্তেজনা। সেই উত্তেজনা ধরা পড়ল মার্টিনেজের গলাতেও। তিনি জানান, এখানে আসতে পেরে তিনি খুবই আনন্দিত।