দলবিরোধী কার্যকলাপের অভিযোগে এবার দুই সাংসদ প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তৎকারেকে দল থেকে বহিষ্কার করল ভারতের মহারাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল এনসিপি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার সোমবার ৩ জুলাই জানিয়েছেন একথা।
তিন জন নেতা এবং কয়েকজন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি। বহিষ্কৃত তিন নেতার মধ্যে রয়েছেন দলের আঞ্চলিক সাধারণ সম্পাদক শিবাজি রাও গারজে, দলের আকোলা সিটি জেলা সভাপতি বিজয় দেশমুখ এবং দলের মুম্বাই বিভাগের কার্যকরী সভাপতি নরেন্দ্র রানে। এই ৩ জন নেতাই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। একই অপরাধে অপরাধী দলের দুই লোকসভার সদস্য প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তৎকারেও।
এনসিপি-র বিবৃতিতে দলের এই ৩ নেতার প্রত্যেকের নাম ও অবস্থান উল্লেখ করে জানানো হয়েছিল, এই নেতাদের কাজ দলীয় শৃঙ্খলার পাশাপাশি দলীয় নীতির পরিপন্থী। তাই তাদের অবিলম্বে দলের সদস্যপদ থেকে বরখাস্ত করা হচ্ছে।
এর আগে এনসিপির সাংসদ সুপ্রিয়া সুলে শরদ পাওয়ারকে চিঠি লিখে প্রফুল্ল প্যাটেল এবং সুনীল তৎকারেকে বহিষ্কারের আর্জি জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এই দুই সাংসদ ২ জুলাই দলীয় দলীয় বিধি ভঙ্গের কাজ করেছেন এবং দলত্যাগী ৯ জন বিধায়কের শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দিয়ে পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন।
ভারতীয় সংবিধানের দশম তফসিলের অধীনে দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন শরদ পাওয়ারকে। তার কিছুক্ষণের মধ্যেই বহিষ্কার করা হল দুজনকে।