অ্যাকসেসিবিলিটি লিংক

জুনে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ: বিবিএস


জুনে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ: বিবিএস।
জুনে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ: বিবিএস।

বাংলাদেশে মাসিক মূল্যস্ফীতির হার সামান্য হ্রাস পেয়েছে। এর ফলে জুন মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। গত মে মাসের তুলনায় এই হার শূন্য দশমিক ২ শতাংশ কমে। সোমবার (৩ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশে মে মাসে মূল্যস্ফীতির হার রেকর্ড করা হয় ৯ দশমিক ৯৪ শতাংশ; যা ছিলো গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

বিবিএস অনুসারে, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ-এ; মে মাসে এই হার ছিলো ৯ দশমিক ২৪ শতাংশ। আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি, মে মাসে ছিলো ৯ দশমিক ৯৬ শতাংশ। জুনে তা হ্রাস পেয়ে ৯ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

জুনে, গ্রামীণ এলাকায় সার্বিক বা সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশে। মে মাসে এই হার ছিলো ৯ দশমিক ৮৪ শতাংশ। গ্রামীণ এলাকায় খাদ্য মূল্যস্ফীতি মে মাসে ছিলো ৯.৩২ শতাংশ। জুনে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৫ শতাংশে।

মে মাসে শহরে সার্বিক বা সাধারণ মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৮ শতাংশ। জুনে এই হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশে। মে মাসের তুলনায় জুনে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। মে মাসে এই হার ছিলো ৯ দশমিক ১৩ শতাংশ; জুন মাসে তা ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে।

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এর ওপর ভিত্তি করে, মুদ্রাস্ফীতির হার একটি নির্দিষ্ট সেটের চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মূল্যের গড় পরিবর্তনকে প্রতিফলিত করে। এটা গ্রাহকদের একটি নির্দিষ্ট গোষ্ঠীর বাজার ঝুড়ি-কে প্রতিনিধিত্ব করে।

সিপিআই রিলিজ-এ জনসংখ্যার তিনটি গোষ্ঠী; জাতীয়, শহুরে ও গ্রামীণ হিসেবে উপস্থাপন করে। গত এপ্রিল থেকে বিবিএস দ্বারা সিপিআই সংকলনের আধুনিকীকরণ করা হয়েছে। এটা মূলত আইএমএফ-এর সর্বশেষ ২০২০ সিপিআই ম্যানুয়াল অনুসরণ করে।

XS
SM
MD
LG