অ্যাকসেসিবিলিটি লিংক

জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে জনপ্রতিনিধিদের প্রতি শেখ হাসিনার আহবান


প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন-এর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা। ৩ জুলাই, ২০২৩।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন-এর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনা। ৩ জুলাই, ২০২৩।

জনগণের সেবা এবং তাদের চাহিদা পূরণে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন-এর নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এই আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “আপনাকে জনগণের চাহিদা এবং আকাঙ্খা পূরণ করতে হবে; তারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।” তিনি আরো বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন; জনগণের সেবা করার সুযোগ রয়েছে। আমি চাই আপনারা আপনাদের নিজ এলাকায় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করুন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ পাঠ করান। তারা হলেন, বরিশালের আবুল খায়ের আবদুল্লাহ, খুলনার তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুরের জায়েদা খাতুন। পরে সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৫৭ কাউন্সিলর এবং তিন সিটি কর্পোরেশন-এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ শপথ নেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

উল্লেখ্য, গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ৮৭ হাজার ৮০৭ ভোট পেয়ে জয়ী হন।একই দিনে, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হন। আর, ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন।

এদিকে, রাজশাহী সিটির মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেট সিটির মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান।

পরে দুই সিটির সাধারণ ওয়ার্ড-এর ৭৬ জন নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের একই স্থানে শপথ পাঠ করানো হয়। এর মধ্যে রয়েছেন রাজশাহীর ৪০ জন ও সিলেটের ৩৬ জন কাউন্সিলর।

গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলমকে ১৩ হাজার ৪৮৩ ভোটে পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।

একই দিনে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুকে ৫০ হাজার ৩২১ ভোট পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪টি।

XS
SM
MD
LG