অ্যাকসেসিবিলিটি লিংক

কোরআন পোড়ানোর ঘটনা: ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের সিডিএ-কে তলব


সুইডেন-বাংলাদেশ বিজনেস গাইড ২০২২-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে। (ফাইল ছবি)
সুইডেন-বাংলাদেশ বিজনেস গাইড ২০২২-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে। (ফাইল ছবি)

স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনের কপি পোড়ানোর প্রতিবাদে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার(২ জুলাই) ঢাকায় নিযুক্ত সুইডেনের দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) জ্যাকব ইতাতকে তলব করেছে।

এর আগে, গত বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিবৃতিতে এই দুঃখজনক কাজের নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, “বাকস্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, “সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ আবার সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অযৌক্তিক উস্কানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে।”

এদিকে, সুইডেনের সরকার বলেছে যে তারা সুইডেনে ব্যক্তিদের দ্বারা সংঘটিত ইসলামফোবিক কাজকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই ঘটনা কোনোভাবেই সরকারের মতামতকে প্রতিফলিত করে না।

XS
SM
MD
LG